Skip to main content


একাউন্টিং সফটওয়্যার জগতে একটি সুপরিচিত নাম হল XERP। ব্যবসা প্রতিষ্ঠানের হিসাব নিকাশের কাজ কম্পিউটারাইজড করে নিতে এই ইআরপি সফটওয়্যারটি এখন বিশ্বব্যাপী ব্যবহৃত হচ্ছে। বাজারের সবগুলো সফটওয়্যারের মধ্যে XERP অনেক বেশি ফিচার সমৃদ্ধ এবং উপমহাদেশে সবচেয়ে বেশি ব্যবহৃত সফটওয়্যার। ১৫-২০ বছরের ও বেশি সময় ধরে এটি ক্ষুদ্র ব্যবসা থেকে লার্জ কর্পোরেশনগুলোর হিসাবরক্ষণ চাহিদা পূর্ণ করে আসছে। এক্স ইআরপি ৪.০ (XERP 4.0) এর ফিচারসমূহ: * হিসাবরক্ষণ: একটি প্রতিষ্ঠানের সম্পূর্ণ হিসাবরক্ষণের জন্য যত সুবিধা থাকার প্রয়োজন তা সবই রয়েছে XERP 4.0 সফটওয়্যারটিতে। * ইনভেনটরি ট্রেডিং প্রতিষ্ঠানগুলোর ব্যবসার সঙ্গে স্টকে থাকা মালামালের হিসাবরক্ষণ খুবই জরুরী। এতে করে জানা যায় কোন কোন প্রোডাক্ট প্রতিষ্ঠানে আছে এবং কি পরিমাণে আছে। এতে সহজে যেমন বিক্রয় সিদ্ধান্ত নেয়া যায় তেমনি প্রয়োজনীয় কি কি মালামাল প্রতিষ্ঠানে কিনে আনা বা উৎপাদন করা জরুরী সে সংক্রান্ত সিদ্ধান্ত নেয়া যায়। * Payroll প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের বেতন হিসাব খুব সহজে করে দেয়ার জন্য XERP 4.0  সফটওয়্যারটিতে রয়েছে Payroll হিসাবরক্ষণের সুবিধা। সহজেই স্যালারি শিট তৈরি করে তা মূল হিসাবের সঙ্গে সমন্বয় করার সুযোগ রয়েছে সফটওয়্যারটির মাধ্যমে। কেন XERP সেরা? ইআরপি ৪.০ সফটওয়্যারটি তৈরি করেছে। চট্টগ্রামের এক্সট্রিম সলিউশন্স সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানটি। দীর্ঘদিনের হিসাব রক্ষণ সফটওয়্যার তৈরির অভিজ্ঞতা সম্পন্ন এ প্রতিষ্ঠানটির প্রায় এক-যুগের ও বেশি সময়ের প্রচেষ্টায় তৈরি করা হয়েছে এ XERP সফটওয়্যারটি। একটি প্রতিষ্ঠানের সম্পূর্ণ হিসাবরক্ষণ, অর্থনৈতিক ব্যবস্থাপনা এবং অডিট সহ সম্পূর্ণ ফিচার এই সফটওয়্যারটিতে রয়েছে। বাংলাদেশের যেসব প্রতিষ্ঠান অ্যাকাউন্টিং সফটওয়্যার ব্যবহার করেন তাদের মধ্যে ৮০% শতাংশই প্রতিষ্ঠানই বেচে নিয়েছেন XERP সফটওয়্যারটি। কেন এত জনপ্রিয় XERP? সফটওয়্যারটি এত জনপ্রিয়তা পাওয়ার কারণ কি? কারণ এটি ব্যবহারকারীরা, খুব সহজেই যেকোনো জায়গা থেকে এই সফটওয়্যারের মাধ্যমে নিজ প্রতিষ্ঠানের হিসাব রাখতে পারেন এবং মাত্র কয়েক ক্লিকেই প্রতিষ্ঠানের হিসাব সংক্রান্ত যেকোনো তথ্য বের করা যায় সফটওয়্যারটির মাধ্যমে। তথ্যসুত্র: http://extreme.com.bd







Comments

Popular posts from this blog

INDUSTRIAL ERP SOFTWARE IN BANGLADESH

XERP: BEST ERP SOFTWARE FOR MANUFACTURING COMPANIES IN BANGLADESH XERP is a cloud-based ERP Software in Bangladesh - made to simplify the business complexities of industrial manufacturing companies. The robust ERP software was developed with many essential features keeping in mind the needs of production oriented companies in Bangladesh. The software has been implemented successfully several Garments/Textiles Industries, Plastic container manufacturing businesses and Flour mills fulfilling industry-specific requirements and goals. If you are looking for an ERP software for your production oriented company, please call us at 01613 987363  XERP is one of the best ERP software in Bangladesh - developed by software engineers at Extreme Solutions. The software is a world-class ERP Software in Bangladesh very suitable for industrial production-oriented business perfectionist companies. Using  by  many Garments/ Textile Factories, Plastic Manufacturing Industries, Flour Mills in
                                  Textiles ERP Software Extreme Solutions 's  Textile ERP Software   are intended for clients working over the full range of industry fragments: material assembling, clothing, home designs, specialized fabrics, frill, nonwovens, moved merchandise and floor covers. Its answers cook both for vertically coordinated organizations and those doing only maybe a couple phases of the procedure from fiber to completed item. We are providing  Garments ERP with merchandising solutions in Dhaka , Chittagong and also all over in Bangladesh.
                            Textile ERP Software Company Extreme Solutions 's  Textile ERP Software   are intended for clients working over the full range of industry fragments: material assembling, clothing, home designs, specialized fabrics, frill, nonwovens, moved merchandise and floor covers. Its answers cook both for vertically coordinated organizations and those doing only maybe a couple phases of the procedure from fiber to completed item. We are providing  Garments ERP with merchandising solutions in Dhaka , Chittagong and also all over in Bangladesh. Please visit us : Extreme Solutions  Hotline : +88031 712 114, +8801613 987363