Skip to main content

Posts

Showing posts from August, 2017
ই আর পি সফটওয়্যার সম্পর্কে জানাতে চাই ।আপনি কি ধরণের কাজে এই সফটওয়্যার ব্যবহার করবেন। একাউন্টিং সফটওয়্যার জগতে একটি সুপরিচিত নাম হল XERP । ব্যবসা প্রতিষ্ঠানের হিসাব নিকাশের কাজ কম্পিউটারাইজড করে নিতে এই ইআরপি সফটওয়্যারটি এখন বিশ্বব্যাপী ব্যবহৃত হচ্ছে। বাজারের সবগুলো সফটওয়্যারের মধ্যে XERP অনেক বেশি ফিচার সমৃদ্ধ এবং উপমহাদেশে সবচেয়ে বেশি ব্যবহৃত সফটওয়্যার। ১৫-২০ বছরের ও বেশি সময় ধরে এটি ক্ষুদ্র ব্যবসা থেকে লার্জ কর্পোরেশনগুলোর হিসাবরক্ষণ চাহিদা পূর্ণ করে আসছে। এক্স ইআরপি ৪.০ (XERP 4.0) এর ফিচারসমূহ: * হিসাবরক্ষণ: একটি প্রতিষ্ঠানের সম্পূর্ণ হিসাবরক্ষণের জন্য যত সুবিধা থাকার প্রয়োজন তা সবই রয়েছে XERP 4.0 সফটওয়্যারটিতে। * ইনভেনটরি ট্রেডিং প্রতিষ্ঠানগুলোর ব্যবসার সঙ্গে স্টকে থাকা মালামালের হিসাবরক্ষণ খুবই জরুরী। এতে করে জানা যায় কোন কোন প্রোডাক্ট প্রতিষ্ঠানে আছে এবং কি পরিমাণে আছে। এতে সহজে যেমন বিক্রয় সিদ্ধান্ত নেয়া যায় তেমনি প্রয়োজনীয় কি কি মালামাল প্রতিষ্ঠানে কিনে আনা বা উৎপাদন করা জরুরী সে সংক্রান্ত সিদ্ধান্ত নেয়া যায়। * Payroll প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের বেতন হিসাব খ